বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন

টেনিস

বান্দরবান ও দিনাজপুরে সাইফ পাওয়ারটেক-জেটিআই প্রোগ্রামের উদ্বোধন
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশন এর ব্যবস্থাপনায় ‘সাইফ পাওয়ারটেক – জেটিআই বাংলাদেশ’ এর আওতায় জেলা পর্যায়ে জুনিয়র খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বান্দরবন জেলায় এবং দিনাজপুর জেলার বিরলে একই দিনে টেনিস কার্নিভাল এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে চারটি স্কুলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে জেলার টেনিস কোর্টে টেনিস কার্নিভালের আয়োজন করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিবন্ধনের আওতায় এনে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বান্দরবন জেলায় কার্নিভালের উদ্বোধন করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আ ম আখতারুজ্জামান (মুকুল) , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বৌদ্ধ অনথাশ্রম টেনিস কোর্টের প্রতিষ্ঠাতা ডক্টর ঊষা মং থোয়াই, অনাথ আশ্রম এর সাধারণ সম্পাদক তিক্ষিন্দ্রিয়া থের সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

অপরদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় কার্নিভালের শুভ উদ্বোধন করেন বিরল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা, বিরল উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মালেক, বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক – জেটিআই বাংলাদেশ প্রোগ্রামের আওতায় স্কুল থেকে ক্লাব পর্যায়ে, ক্লাব থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়ারদের উন্নীত করার লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এর পৃষ্ঠপোষকতায় জুনিয়র টেনিস ইনিসিটিভ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

এর আগে, লক্ষ্মীপুর, মাগুরা, সিলেট ও নাটোর জেলায় টেনিস প্রশিক্ষণ কার্যক্রম এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলেও এই প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর