ইতালিতে এক ফুটবলারকে হত্যার হুমকি

সিরি ‘আ’তে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল এসি মিলান ও ল্যাজিও। ম্যাচে এসি মিলান ১-০ গোলে জয় পায়। ফলাফল নয়, ম্যাচের উল্লেখযোগ্য বিষয় ছিল লাল কার্ড। ল্যাজিওর এক বা দুইজন নয়, তিন খেলোয়াড় লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ল্যাজিওর এই তিন লাল কার্ডের মধ্যে দুটোতে জড়িত ছিলেন এসি মিলানের ক্রিশ্চিয়ান পুলিসিক।
বিষয়টি ল্যাজিওর সমর্থকদের অনেকেই মেনে নিতে পারেননি। তাদের কেউ কেউ প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে। তাদের কেউ কেউ এতটাই ক্ষিপ্ত হয়েছে যে, পুলিসিককে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করা হয়েছে।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই পুলিসিক ও তার দল এসি মিলান আনন্দে মেতেছিল। এই আনন্দ উৎসবের একটা ছবি পুলিসিক তার ইনস্টাগ্রামে দিয়েছিলেন। সেখানেই তাকে ল্যাজিও সমর্থকরা হুমকি দিয়েছে। তবে সেখানে যে শুধু তাকে হুমকি দেওয়া হয়েছে তা নয়, তার সমর্থনে অনেকেই অনেক মন্তব্য করেছে। মিলানে তার সতীর্থ থিও হার্নান্দেজ লিখেছেন, ‘পুলি আমি তোমার নিরাপত্তার জন্য আছি।’
ম্যাচে ল্যাজিওর লুকা পেলেগ্রিনিকে ৬৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়েছিল। দুইবার তিনি পুলিসিককে ফাউল করেছিলেন। মাতেও গুয়েনদোজিকে সরাসরি লাল কার্ড দিয়েছিলেন রেফারি। এ ক্ষেত্রেও পুলিসিককে ফাউল করা হয়েছিল। ল্যাজিওর ডিফেন্ডার অ্যাডাম মারুসিককে ইনজুরি সময়ে বহিষ্কার করা হয়েছিল।