ইউরোপা লিগসালাহ’র ইতিহাস; লিভারপুল কো. ফাইনালে

আরো একটা বড় জয় লিভারপুলের। বৃহষ্পতিবার রাতে ইউরোপা লিগের ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠের খেলায় লিভারপুল ৬-১ গোলে স্পার্তা প্রাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের খেলায় লিভারপুল ৫-১ গোলে জয় পেয়েছিল।
নিজেদের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতেই লিভারপুলের বিধ্বংসী আচরণে ছত্রখান হয়েছে সফরকারী প্রাগ। মাত্র ১৪ মিনিটের মধ্যে চারবার প্রাগের জালে বল ফেলে তারা। ডারউইন নুনেজ, ববি ক্লার্ক, মোহাম্মদ সালাহ ও কোডি গাপকো গোল করেন। গাপকো দ্বিতীয়ার্ধেও একটি গোল করেন। এছাড়া এ অর্ধে স্কোরশিটে নাম লেখান ডোমিনিক সোবোসজলাই।
সালাহ গোলটি পেয়েছে দশম মিনিটে। এই গোলের মাঝ দিয়ে তিনি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। এই গোলটি ছিল এবারের মৌসুমে ক্লাবের হয়ে তার বিশতম গোল। লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি টানা সাত মৌসুম বিশ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন। এ ম্যাচে তিনটি গোলের রূপকারও ছিলেন। এর মাধ্যমে ছয় মৌসুমে কমপক্ষে বিশ গোল ও দশ গোলের রূপকার হওয়ারও কীর্তি গড়েছেন। এমন কীর্তি রয়েছে শুধু লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর ক্রিশ্চিয়ানো রোনালদোর। মেসি এমন কীর্তি দেখিয়েছেন ১৩বার। সুয়ারেজ ও রোনালদোর রয়েছে ৯বার।
গত জানুয়ারি আফ্রিকান নেশনস কাপে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন সালাহ। ফলে প্রথম লেগের খেলায় তিনি বদলি হিসেবে নেমেছিলেন। এবার অবশ্য শুরু থেকেই মাঠে ছিলেন।