চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ-ম্যানসিটি, বার্সেলোনা-পিএসজি মুখোমুখি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল আগুনে সব ম্যাচ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে। আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রতে তেমনটা দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে খেলবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনার মোকাবেলা করবে ফ্রান্সের প্রতিনিধি প্যারিস সেন্ত জার্মেইকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার হঠাৎ করে চমক দেখানো আর্সেনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডকে।
কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ৯ ও ১০ এপ্রিল মাঠে গড়াবে। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগের ম্যাচে ৭ ও ৮ মে। ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ফাইনাল। এবারের ফাইনাল নিয়ে ওয়েম্বলিতে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ/ইউরোপিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ইতিহাসে আর কোনো স্টেডিয়াম এতবার ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি।
সেমিফাইনালের ড্র-ও এদিন অনুষ্ঠিত হয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার জয়ী দল খেলবে বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই মধ্যকার জয়ী দলের বিপক্ষে। সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের মধ্যেকার জয়ী দল এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার জয়ী দল।
চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের পর উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা কনফারেন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়।