শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

এফএ কাপ

ইতিহাস গড়ে সেমিতে ম্যানসিটি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। গতরাতে ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয় পেয়েছে। এ জয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে দলটি। টানা ষষ্ঠবারের মতো এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে দলটি ইতিহাস গড়েছে।

ম্যাচে দুটো গোলই করেছেন বার্নান্ডো সিলভা। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে যে দলটা খেলেছিল সে দলে পাঁচ পরিবর্তন এনে এ ম্যাচের দল সাজিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। তারপরও জয় পেতে কোনো সমস্যা হয়নি। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটে সিলভা দলকে এগিয়ে নেন। নিউক্যাসলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তিনি স্কোরশিটে নাম লেখান।

৩১ মিনিটে সিলভা দ্বিতীয় গোল করেন। দুই গোলে এগিয়ে থাকায় ম্যানসিটি বেশ স্বস্তিতে ছিল। কিন্তু মাঝে মাঝে তাদের শিবিরে উদ্বেগ ছড়িয়ে দিচ্ছিল নিউক্যাসল। বিশেষ করে ৩৬ মিনিটে তারা একটা গোল পেতেই পারতো। কিন্তু অ্যালেক্সান্ডার ইসাক সুযোগটি কাজে লাগাতে পারেননি।

একের পর এক সুযোগ নষ্ট করায় নিউক্যাসল কোচ ইডি হোয়ি ধৈর্য্য হারিয়ে ফেলেন। একের পর এক খেলোয়াড় পরিবর্তন করতে থাকেন। এক ঘন্টা পার হওয়ার আগেই চার খেলোয়াড় পরিবর্তন করেন তিনি। তার এ পরিকল্পনা যে কাজে দেয়নি তা নয়, বিশেষ করে মিগুয়েল আলমিরন মাঠে নামতেই ম্যানসিটি চাপে পড়ে যায়। তবে তা তারা ভালোভাবেই সামাল দিয়েছে।

ম্যানসিটির পাশাপাশি কভেন্ট্রি সিটিও সেমিফাইনালে উঠেছে। তারা হারিয়েছে ওলভারহাম্পটনকে। সেমিফাইনালে অন্য দুই স্থানের জন্য লড়ছে চেলসি, লিস্টারসিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। চেলসি খেলবে লিস্টারসিটির বিপক্ষে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল। আজ রাতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটো।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর