শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন

আজও ব্যর্থ তামিম ইকবাল

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ব্যাট হাতে সুবিধা করতেই পারছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রাইম ব্যাংকের অধিনায়ক আজ রোববার সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৬ রানে আউট হয়েছেন। খেলেছেন ১১ বল। ইরফানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ ফেরেন ওপেনার তামিম ইকবাল।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের এই ওপেনার প্রথম ম্যাচে ২৬ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তার রান ১৭। এ ম্যাচে অবশ্য ওপেনার হিসেবে খেলতে পারেননি। যানজটের কারণে মাঠে যেতে দেরি হওয়ায় তিন নম্বরে নেমেছিলেন তিনি। ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ায় হয়তো সমস্যায় পড়েছিলেন। আজ নিজের পরিচিত জায়গায় ফিরলেও রানের দেখা পেলেন না তামিম ইকবাল।

তামিম ইকবাল রান না পেলেও তার দল ভালো অবস্থায় রয়েছে। দুই ম্যাচের দুটোতেই জয় পেয়েছে তারা। সমান পয়েন্ট পেলেও রান গড়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর