শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

শেষ ম্যাচে খেলা হচ্ছে না তানজিম সাকিবের

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আগামীকাল সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। তিন ম্যাচের এ সিরিজ দুই ম্যাচ শেষে ১-১ সমতায়। ফলে শেষ ম্যাচটি একরকম ফাইনালে রূপ নিয়েছে। যারা জয় পাবে তারাই সিরিজ জিতবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে ইনজুরির দুঃসংবাদ। ইনজুরি আক্রান্ত হয়ে পেসার তানজিম হাসান সাকিব দল থেকে ছিটকে গেছেন।

শেষ ম্যাচ সামনে রেখে আজ চট্টগ্রামে অনুশীলনের সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। ফলে আগামীকাল তার খেলা হচ্ছে না। ঢাকায় ফিরে আসছেন এই পেসার।

তানজিম ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। কেননা প্রথম দুই ওয়ানডেতে দারুণ সাপোর্ট দিয়েছেন তিনি দলকে। দুই ওয়ানডেতে তার শিকার সংখ্যা চার। এর মধ্যে প্রথম ম্যাচে তো প্রতিপক্ষকে চমকে দিয়েছেন। তিন উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর