বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগফকিরেরপুল ও নওফেল স্পোর্টিং ক্লাবের জয়

এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শনিবারের খেলায় জয় পেয়েছে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব ও নওফেল স্পোর্টিং ক্লাব। ফকিরেরপুল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবকে। অন্যদিকে নওফেল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ফকিরেরপুলের জয়ের নায়ক রাফায়েল ও সাইফুল। উভয়ে দুটো করে গোল করেন। প্রথম দুই গোল করেন রাফায়েল। পরের দুই গোলে নাম লেখান সাইফুল। মাত্র ৬ মিনিটের ব্যবধানে সাইফুল ৭২ ও ৭৮ মিনিটে গোল করেন। পিডব্লিউডি স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান সাজিদুর।
অন্য ম্যাচে নওফেলের হয়ে একমাত্র গোলটি করেন ফাইজুল্লাহ। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে এ গোলটি করেন তিনি।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর