এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় পিএসজির

ঘরোয়া লিগে পয়েন্ট টেবিলে পরিস্কার আধিপত্য প্যারিস সেন্ত জার্মেইয়ের। তবুও জয়টা কেন যেনো অধরা হয়ে পড়ছিল। লিগে টানা তিন ম্যাচে জয় পায়নি তারা। অবশেষে চতুর্থ ম্যাচে সাফল্যের দেখা পেয়েছে। যেনতেন জয় নয়, রোববার অ্যাওয়ে ম্যাচে মপেলিয়েরকে উড়িয়ে দিয়েছে। ৬-২ গোলে জয় পেয়েছে। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।
এ জয়ের ফলে ২৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৫৯। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্টের পয়েন্ট ৪৭। ৪৬ পয়েন্ট নিয়ে মোনাকো রয়েছে তৃতীয় স্থানে।
সফরকারী পিএসজির হয়ে প্রথম গোল করেন ভিতিনহা। ১৪ মিনিটে এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে নেন। আট মিনিট পর এমবাপ্পে নিজেই গোল করেন। পিএসজির হয়ে এটা তার দুইশতম লিগ গোল। ম্যাচের বয়স আধাঘন্টা হতেই স্বাগতিক দল ব্যবধান কমিয়ে ১-২ করে। শুধু তাই নয়, বিরতির আগের তারা ম্যাচে সমতা ফিরিয়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল পায় পিএসজি। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি লি ক্যাং ইন ও নুনো মেন্ডেজ গোল করেন।
এ ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে এমবাপ্পে লিগে ২৪ ম্যাচে ২৪ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সব মিলিয়ে এ মৌসুমে ৩৭ ম্যাচে তার গোল ৩৮।