শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সিরিজ জয়ের পথে সহজ লক্ষ্যমাত্রা বাংলাদেশের

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে ২৩৫ রানে আটকে দিয়েছে। বাংলাদেশের বোলারদের দাপটে খেই হারানো শ্রীলঙ্কা টস জয়ের পর আগে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে এই রান করে। ব্যর্থতার মাঝে জানিথ লিয়াঙ্গের ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। আর তাতেই একের পর এক উইকেট হারানো সত্ত্বেও শ্রীলঙ্কার এই সংগ্রহ। লিয়াঙ্গে ১০১ রানে অপরাজিত।

তিন ম্যাচের এই সিরিজে দুই ম্যাচ শেষে দুই দলের অবস্থান সমান, ১-১। ফলে আজকের ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয় পাবে। সে লড়াইয়ে বাংলাদেশ এখন এগিয়ে রয়েছে বলা যায়। কেননা জয় পেতে বাংলাদেশকে মাত্র ২৩৬ রান করতে হবে।

টস জয়ের পর আগে ব্যাট হাতে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল যাচ্ছেতাই। তাসকিনের জোড়া আঘাতে শুরুতেই দুই ওপেনারকে হারায় সফরকারী দল। মাত্র ১৫ রানে দুই ওপেনারকে হারিয়েছিল শ্রীলঙ্কা। পরের ব্যাটাররা খুব একটা স্বস্তিতে ব্যাট করতে পেরেছে তা নয়। বরং নির্ধারিত বিরতিতে উইকেট হারিয়েছে।

বাংলাদেশের বোলারদের সামনে দৃঢ়তা যা দেখানোর তা দেখিয়েছেন শুধুমাত্র জানিথ লিয়াঙ্গে। তবে যোগ্য সহচর্য তিনি পাননি। ফলে তার সেঞ্চুরি সত্ত্বেও ভালো কোনো জুটি গড়ে ওঠেনি। ১০২ বলে তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। ১১টি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি মেরেছেন।

তাসকিন ছিলেন বাংলাদেশের সফল বোলার। তিন উইকেট শিকার তার। দলে ফেরা মুস্তাফিজুর রহমানও দারুণ বোলিং করেছেন। আহত হয়ে মাঠ ছাড়ার আগে তিনি দুই উইকেট পেয়েছেন। মেহেদি হাসান মিরাজের শিকারও দুই উইকেট।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর