থামলো গ্রিজম্যানের মিশন

থমকে গেল অ্যান্তেনিও গ্রিজম্যানের জাতীয় দলের হয়ে টানা ম্যাচ খেলার রেকর্ড গড়ার মিশন। ইনজুরির কারণে জার্মানি ও চিলির বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচে মাঠে নামার কীর্তি রয়েছে তার।
৩২ বছর বয়সী গ্রিজম্যান জাতীয় দলের হয়ে মোট ১২৭ ম্যাচ খেলেছেন। এর মধ্যে বিরতিহীনভাবে খেলেছেন ৮৪ ম্যাচে। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর থেকে শুরু হয় তার এ যাত্রা। এ সময় পর্যন্ত ফ্রান্সের হয়ে প্রতিটা ম্যাচেই তিনি মাঠে নেমেছেন। তবে ২০১৬ সালের নভেম্বর থেকে এই প্রথম তিনি জাতীয় দলের বাইরে থাকলেন। ফ্রান্সের টানা ম্যাচ খেলার কীর্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাটট্রিক ভিয়েরা। টানা ৪৪ ম্যাচ খেলেছেন তিনি।
১২৭ ম্যাচে তার করা গোলের সংখ্যা ৪৪। এর ফলে তিনি ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনটা নিজেদের দখলে নিয়েছেন।
গ্রিজম্যানের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার মাতেও গুয়েনডোজি। ২৪ বছর বয়সি এ মিডফিল্ডার ইতালি ক্লাব ল্যাজিওতে খেলেন। তবে জাতীয় দলে তিনি নতুন নয়, সাতটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
আগামী শনিবার প্রথম প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স। ২৬ মার্চ পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ চিলি।