শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচে দলের বাইরে মেসি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

গুঞ্জন আগে থেকেই ছিল। ফুটবল ভক্তরা অপেক্ষায় ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সেই ঘোষণা এসেছে। ইনজুরির কারণে আসন্ন প্রীতি ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। তাকে বাদ দেয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। সংস্থাটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে বিবেচনা করা হয়নি।

প্রীতি ম্যাচে আগামী শুক্রবার এল সালভাদরের বিপক্ষে মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হবে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা। মূলত আসন্ন কোপা আমেরিকার জন্য এই প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। সে সময়েই মেসিকে পুরো ফিট হিসেবে পেতে চান জাতীয় দলের কোচ স্ক্যালোনি। সে কারণে এখন তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। গত সপ্তাহে মেজর সকার লিগে খেলার সময় আহত তিনি মেসি।

এ বষিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি আসন্ন প্রীতি ম্যাচে ইনজুরির কারণে অংশ নিতে পারবেন না।’

জাতীয় দলের পাশাপাশি মেজর সকার লিগেও খেলতে পারবেন না মেসি। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলা হবে না মেসির।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর