পিএসএলনাটকীয় জয়ে শিরোপা ইসলামাবাদের
নাটকীয়ভাবে ম্যাচ জিতে পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) জয় করেছে ইসলামাবাদ ইউনাইটেড। শেষ বলে চার মেরে মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ইসলামাবাদ। আগে ব্যাট করে মুলতান ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছিল। জবাবে ৮ উইকেট হারিয়ে ইউনাইটেড জয় তুলে নেয়।
আগে ব্যাট করা মুলতানের শুরুটা ভালো ছিল না। তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানে ২৬ বলে ২৬ রানের পাশাপাশি উসমান খান ও ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটং মুলতান নির্ভরযোগ্য সংগ্রহ এনে দিয়েছিল। উসমান ৪০ বলে ৫৭ রান করেন। আর ইফতিখার ২০ বলে করেছিলেন ৩২ রান। দলের অন্যরা ছিলেন ব্যর্থ। মুলতানের ব্যাটারদের এই ব্যর্থতার পেছনে ছিল ইউনাইটেডের ইমাদ ওয়াসিমের চমৎকার বোলিং। মাত্র ২৩ রানে ৫ উইকেট নেন তিনি।
জবাবে ইউনাইটেডের শুরুটা ছিল দারুণ। বিশেষ করে ওপেনার মার্টিন গাপটিলের চমৎকার ব্যাটিং ইউনাইটেডকে ভালো একটা সূচনা এনে দিয়েছিল। ৩২ বলে ৫০ রান করেছিলেন তিনি। কিন্তু মাঝের ব্যাটারদের ধীর গতির বোলিং ইউনাইটেডের জয়ের স্বপ্নটা ক্রমেই দূরে সরে যাচ্ছিল। শেষ পর্যন্ত নাসিম শাহ এগিয়ে আসেন। বল হাতে উইকেট শিকারে ব্যর্থ হলেও ব্যাট হাতে ঠিকই বোলারদের শাসন করেছেন। ৯ বলে ১৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে জয়সূচক রান আসে হুনাইন শাহের ব্যাট থেকে। একটা মাত্র বল খেলার সুযোগ পেয়েছেন। আর সেটাকে পাঠিয়েছেন বাউন্ডারি সীমানার বাইরে। অন্যদিকে ইমাদ ওয়াসিম ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। চমৎকার পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন তিনি।







