শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সময়সূচী

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। প্রথমটি ২-১ ব্যবধানে জিতেছে সফরকারী শ্রীলঙ্কা। আর ওয়ানডে সিরিজে একই ব্যবধানে শেষ হাসি হেসেছে স্বাগতিক বাংলাদেশ। এখন শুরু হবে টেস্ট সিরিজ। সফরে শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

আগামী ২২ মার্চ প্রথম টেস্ট শুরু হবে। এ টেস্ট ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। দ্বিতীয় ম্যাচের ভেনু্য চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এ ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ থেকে।

প্রথম ম্যাচের জন্য এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। ২০০১ সালের নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর দারুণ আলো ছড়িয়ে চলেছেন তিনি। ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার তার। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে গতি দিয়ে নজর কেড়েছিলেন এই পেসার। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান।

অন্যদিকে ধনাঞ্জয়া ডি সিলভা টেস্ট সিরিজে সফরকারী দলের নেতৃত্ব দেবেন। এছাড়া টেস্ট সিরিজের জন্য দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টি-২০ সিরিজে অংশ নেওয়ার পর তিনি দেশে ফিরে গিয়েছিলেন।

দুই টেস্টের দিন তারিখ
ম্যাচ তারিখ ভেনু্য ও সময়
প্রথম টেস্ট ২২-২৬মার্চ সিলেট (সকাল ১০টা)
দ্বিতীয় স্টে ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রাম (সকাল ১০টা)

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর