শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

হ্যানয় গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতা

প্রথম ম্যাচে ফাহাদের ড্র
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ভিয়েতনামের হ্যানয় শহরে মঙ্গলবার হতে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪০ চালে ড্র করেন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির সাথে খেলবেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর