ঢাকা প্রিমিয়ার লিগতানভীরের বিধ্বংসী বোলিংয়ে আবাহনীর সহজ জয়
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আরো এক সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ৮ উইকেটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তানভীর ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়ন মাত্র ৭১ রানে রানে গুটিয়ে যায়। ১২.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় আবাহনী।
ফতুল্লায় প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডের ম্যাচে টস জয়ের পর প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী। আগে ব্যাট হাতে নেমে স্বস্তিদায়ক শুরু ছিল ব্রাদার্সের। ৬.৪ ওভারে স্কোর বোর্ডে তারা ৩৪ রান জমা করেছিল। তারপরই শুরু হয় বিপর্যয়। আব্বাস মুসা আলভিকে শিকার বানিয়ে শুরু হয় তানভীর শো। অন্যপ্রান্তে রহমতউল্লাহ আলীও টিকতে পারেননি। আলী ফাহাদের বলে আউট হন তিনি। ২৯ বলে তিন চার ও তিন ছয়ে ৩৫ রান করেছেন। এরপরই শুরু ব্রাদার্সের বিপর্যয়। তানভীর একাই একে তুলে নেন ৫ উইকেট। ৬ ওভারে ৩ মেডেনে মাত্র ৭ রানে তিনি এই পাঁচ উইকেট নেন। ২১.৩ ওভারে অল আউট হয় ব্রাদার্স। রহমতউল্লাহ ছাড়া ব্রাদার্সের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে ১৪ রানে আবাহনী প্রথম উইকেট হারায়। ৮ বলে ২ রান করে বিদায় নেন সাব্বির হোসেন। বিদায় নেন অপর ওপেনার নাঈম শেখ। তিনি অবশ্য দারুণ ব্যাটিং করেছেন। ৩২ বলে করেন ৩০ রান। আবাহনীর জয়ের আনুষ্ঠানিকতা সারেন আফিফ হোসেন ও এনামুল হক বিজয়। আফিফ ২৩ রানে এবং বিজয় ৭ রানে অপরাজিত থাকেন।







