শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

১১ মিলিয়ন ডলারে জামিন আলভেজের

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ধর্ষণ মামলায় অবশেষে মুক্তি পেয়েছেন ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা দানি আলভেজ। বার্সেলোনার একটি আদালত শর্ত সাপেক্ষে আলভেজের জামিন মুঞ্জর করেছেন। তবে ১১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) মুচলেকায় এ জামিন পেয়েছেন তিনি।

জামিন পেলেও দানি আলভেজ স্বাধীন নয়। যা ইচ্ছা তাই করতে পারবেন না। বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। স্পেন ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। মামলার বাদীর আবাসস্থল বা তার কর্মস্থলে এক কিলোমিটার ধারে কাছে না যাওয়ার নির্দেশনা দিয়েছে বার্সেলোনার আদালত। এখানে শেষ নয়, পাসপোর্ট জমা রেখে প্রত্যেক সপ্তাহেই আদালত হাজিরা দিতে হবে।

গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার তিন সপ্তাহ পার ব্রাজিলিয়ান তারকাকে আটক করে পুলিশ। গত মাসে ধর্ষণের দায়ে আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। এই শাস্তি কমানোর জন্য আলভেজ আপিল করেছেন। অন্যদিকে প্রসিকিউশন শাস্তি বাড়ানোর আবেদন করেছেন।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর