ধর্ষণের দায়ে রবিনহোকে ব্রাজিলের জেলে যেতে হবে

ধর্ষণ আর ব্রাজিলের ফুটবলার- যেন একে অপরের পরিপূরক। জাতীয় দলের সাবেক তারকা দানি আলভেজ ধর্ষণের অপরাধে জেল সাজা ভোগের পর জামিন পেয়েছেন। এবার জেলে যেতে হচ্ছে আর এক সাবেক তারকা রবিনহোকে।
২০১৩ সালে ইতালির এসি মিলানে খেলার সময় এক নারীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে অভিযুক্ত হন রবিনহো। ইতালির আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাতে শাস্তিও হয় তার। কিন্তু সেখানে তাকে জেলে যেতে হয়নি। হবেই বা কিভাবে- রায়ের সময় তিনি তো ইতালিতে ছিলেন না, আগেই পালিয়েছিলেন।
ইতালিতে শাস্তি না পেলেও দেশেই তাকে শাস্তি ভোগ করতে হবে। ব্রাজিলের আদালত এমনই রায় দিয়েছে। বুধবার এ ব্যাপারে ব্রাজিলের এক আদালতে ভোটাভুটি হয়। সেখানে ইতালির রায় বহাল রাখার পক্ষে বেশির ভাগ ভোট পড়েছে। শাস্তির পক্ষে ৯ ভোট, বিপক্ষে দুই ভোট।
এদিকে রায়ের সময় রবিনহো উপস্থিত ছিলেন না, ছিলেন তার আইনজীবী। তিনি বলেন, আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আপিল করবো। আমরা রবিনহোকে জেলের বাইরে রাখার চেষ্টা করবো।
ভোটাভুটিতে প্রথম বিচারক ফ্রান্সিসকো ফালাকাও বলেন, রবিনহোকে ব্রাজিলের জেলে সাজা ভোগ করতে হবে। সে শাস্তির বাইরে থাকতে পারে না। সে শাস্তি না পেলে ব্রাজিল ও ইতালির মধ্যে কূটনৈতিক সমস্যা দেখা দিতে পারে।