শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জ্যোতি ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বল হাতে তার সতীর্থরা সেই প্রতিশ্রুতির কিছুটা রক্ষা করেছে সত্যি তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নাস্তানাবুদ হয়েছে টাইগ্রেসরা। ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার করা ২১৩ রানের জবাবে বাংলাদেশ ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অল আউট হয়েছে। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

ম্যাচে বাংলাদেশের স্বস্তি বলতে টস জয় ও বোলারদের আলো ছড়ানো। কিন্তু ব্যাটাররা পুরোপুরি নাজেহাল হয়েছে। ব্যাটারদের কেউ অস্ট্রেলিয়ার বোলারদের জন্য আতঙ্ক ছড়াতে পারেনি। বরং লজ্জায় ডুবিয়েছে বলা যায়। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ৬৪ বলে ২৭ রান করেছেন। এছাড়া ওপেনার সোবহানা মোস্তারির ব্যাট থেকে ১৭ ও মুর্শিদা খাতুনের ব্যাট থেকে ১০ রান এসেছে। মাত্র ২৫ রানে শেষ ৮ উইকেটের পতন হয় বাংলাদেশের।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়া বিপর্যয়ে পড়েছিল। মাত্র ৪৮ রানে ৪ উইকেট হারিয়েছিল। এ অবস্থায় আনাবেল সাদারল্যান্ডের ৫৮ ও অ্যাশলেই গার্ডনারের ৩২ রান অস্ট্রেলিয়াকে অনেকটা এগিয়ে দেয়। তবে শেষ ওভারে অ্যালানা কিং ঝড়ো ব্যাটিং করে দলকে ধরাছোয়ার বাইরে নিয়ে যায়। শেষ ৫ বলে তিনি দলকে ২৮ রান এনে দেন। ফাহিমা খাতুনের এই ওভারে অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ মোট ২৯ রান যোগ হয়। অ্যালানা কিং ৩১ বলে করেন ৪৬ রান।

বাংলাদেশের সফল বোলার ছিলেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। উভয়ে দুটো করে উইকেট পান। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার তিনটি ও কিম গার্থ দুই উইকেট শিকার। ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি এক উইকেট নিয়ে অ্যালানা কিং ম্যাচ সেরা হন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর