বিশ্বকাপ বাছাই ফুটবলযুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

লক্ষ্য ছিল অন্তত একটা পয়েন্ট নিয়ে ফেরা। সে লক্ষ্যে জোর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাস্তবতা যে ভিন্ন, বিশ্ব ফুটবলে দুই দলের র্যাংকিংয়ে যে বিস্তর পার্থক্য তা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে তাই ফিলিস্তিনের কাছে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে ০-৫ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন দাবাগ। অন্য দুই গোল করেন কুনবার।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল দুর্দান্ত। দারুণ লড়াই করছিল বাংলাদেশ। বিশেষ করে প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু রক্ষণভাগের দুটো ভুল বাংলাদেশকে ০-২ গোলে পিছিয়ে দেয়। অথচ ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। ছোট সোহেল রানা সুযোগটি কাজে লাগাতে পারলে প্রথমার্ধের স্কোর অন্যরকম থাকতে পারতো।
বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা প্রথমার্ধে দুটো ভালো সেভ করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। প্রথমার্ধে বাংলাদেশ যে সমানতালে লড়েছিল এবার আর তা পারেনি। ম্যাচের চেহারাই পাল্টে দেয় ফিলিস্তিন। একে একে তিন গোল করে দেশকে প্রথম জয় এনে দেয়। ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে হারের ব্যবধান কখনো দুই গোলের বেশি ছিল না। যুদ্ধবিধ্বস্ত দেশটি এবার বাংলাদেশকে ফুটবল মাঠে বিধ্বস্ত করে ছেড়েছে।
এ জয়ের ফলে ফিলিস্তিন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সবার নিচে। আগামী ২৬ মার্চ বাংলাদেশ ও ফিলিস্তিন ফিরতি ম্যাচে ঢাকায় মুখোমুখি হবে।