রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

সিলেটে আজ শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ও ওয়ানডে সিরিজ শেষে আজ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেটে। সকাল দশটায় সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

টেস্ট সিরিজ শুরুর আগে বড় একটা ধাক্কা হজম করতে হয় বাংলাদেশকে। ইনজুরির কারণে টেস্ট সিরিজে খেলা হবে না মুশফিকুর রহিমের। তার পরিবর্তে দলে এসেছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এ পর্যন্ত ২৪টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মাঝে মাত্র একটা ম্যাচে বাংলাদেশ সাফল্যের হাসি হেসেছে। সে সুখ স্মৃতি অবশ্য অনেক পুরানো। ২০১৭ সালে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সে জয় এসেছিলে শ্রীলঙ্কায়। নিজেদের মাটিতে শ্রীলঙ্কাকে এখনো হারাতে পারেনি বাংলাদেশ। এবার অবশ্য সে সুযোগ আছে।

সুযোগ থাকলেও অতীতের দিকে তাকালে আবার হতাশায় ঘিরে ধরে। ২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টানা ১২ ম্যাচেই সাফল্যের হাসি হেসেছে শ্রীলঙ্কা। জয় তো দূরের কথা, একটা ম্যাচে ড্র-ও করতে পারেনি বাংলাদেশ।

২০০১ সাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। একটা মাত্র জয় সম্বল। তবে এবার শুধু ম্যাচ জয় নয়, সিরিজ জয়েরও হাতছানি বাংলাদেশের সামনে। টি-২০তে হারলেও ওয়ানডে সিরিজ জয় সেই আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর