শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

আলভেজকে আর অর্থ সহযোগিতা দেবে না নেইমারের পরিবার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

এক নারীকে যৌন হয়রানির দায়ে নাজুক অবস্থায় ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় দানি আলভেজ। জেলে থাকার পর বর্তমানে তিনি ১১ মিলিয়ন ডলার মুচলেকায় জামিনে রয়েছেন। বিচারকালে জাতীয় দল ও বার্সেলোনার সাবেক সতীর্থ নেইমার তার পাশে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তবে এবার আর অর্থ দিয়ে সহযোগিতা করা হবে না বলে জানিয়ে দিয়েছেন নেইমারের বাবা।

নেইমারের বাবা নেইমার দা সিলভা স্যান্তোস সিনিয়র এক বিবৃতিতে বলেন, যেহেতু ২০২২ সালের নৈশ ক্লাবে এক নারীকে যৌন হয়রানির ঘটনায় আলভেজের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে সে কারণে তাকে আর আর্থিক সহযোগিতা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে বিষয়টির এখানে ইতি টানা হয়েছে।

৪০ বছর বয়সী আলভেজকে আদালত চার বছর ছয় মাসের জেল সাজা দিয়েছে। বার্সেলোনার বাইরে কোনো এক জেলে তাকে এই সাজা ভোগ করতে হবে।

আলভেজের বিচার চলার সময় নেইমারের পরিবার তাকে আর্থিক সহযোগিতা করেছে। তবে কি পরিমাণ অর্থ তাকে দেওয়া হয়েছে সে ব্যাপারে সিনিয়র নেইমার কিছু জানাননি। তবে তিনি বলেন, তখন পরিস্থিতি ছিল ভিন্ন। আর এখন পরিস্থিতি ভিন্ন। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। এখন এ বিষয়ের সঙ্গে আমাদের পরিবার আর জড়াতে পারে না।

আলাভেজ যে অপরাধ করেছে স্পেনের আইন অনুযায়ী তার ১২ বছর পর্যন্ত সাজা হতে পারতো। কিন্তু আদালতের আদেশ অনুযায়ী কোনোরকম শর্ত ছাড়াই বাদীকে এক লাখ ৫০ হাজার ইউরো পরিশোধ করায় তাকে নূন্যতম শাস্তি দেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর