প্রীতি ম্যাচসুইডেনকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না দলে। তবে সুইডেনের বিপক্ষে প্রীতি জয় পেতে কোনো সমস্যা হয়নি পুর্তগালের। বরং বলা যায়, গোল উৎসব করেছে তারা। ৫-২ গোলে জয় পেয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের সাবেক চ্যাম্পিয়নরা।
সামনের জুনে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিতেই এই প্রীতি ম্যাচ। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর পাশাপাশি আরো কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বাদ দিয়েই একাদশ সাজিয়েছিলেন। তার পরিকল্পনা ভালোই সফল হয়েছে। জয়ের ধারাটাও ধরে রেখেছেন। টানা ১১ জয় এখন তাদের। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ১০ ম্যাচের পর এই ম্যাচের জয় তাদের টানা জয়ের সংখ্যা এগার করেছে।
বিরতির আগেই তিন গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। এই তিন গোল করেছিলেন রাফায়েল লিও, ম্যাথিউ নুনেজ ও ব্রুনো ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে তাদের সঙ্গে যোগ দেন ব্রুমা ও গনকালো রামোস। সুইডেনের হয়ে ব্যবধান কমান ভিক্টর গায়োকেরেস ও গুস্তাফ নিলসন।
আগামী মঙ্গলবার পর্তুগাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচে ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে পর্তুগাল কোচ মার্টিনেজ, এটা ছিল দারুণ এক ম্যাচ। সে সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সুইডেনের দলে ভালো স্ট্রাইকার রয়েছে। সে কারণে আমরা কিছুটা রক্ষণাত্মক ভূমিকা নিয়েছিলাম। যাহোক আমাদের পরিকল্পনা কাজ করেছে। এটা একটা ভালো পরীক্ষা ছিল। এখন আমাদের আরো পরিশ্রম করতে হবে এবং স্লোভেনিয়ার বিপক্ষে ভালো করতে হবে।