শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

আইপিএল

প্রথম ম্যাচে আগুন ঝড়ালেন মুস্তাফিজুর
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথমবারের মতো আইপিএল খেলতে নেমে আগুন ঝড়িয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে সতীর্থদের সহায়তা ঠিকমতো পাননি। যার ফলে মুস্তাফিজুরের আগুনে বোলিং সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার দলের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৩ রান।

মুস্তাফিজুর চতুর্থ বোলার হিসেব বল হাতে নেন। সুযোগ পেয়েই আগুন ঝড়ান। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন। খরচ হয় মাত্র ৪ রান। দ্বিতীয় বলেই এই চারটা মেরেছিলেন ফাফ ডু প্লেসিস। পরের বলেই তাকে তুলে নেন মুস্তাফিজুর। ওভারের শেষ বলে আর উইকেট শিকারের উৎসব করেন তিনি। এবার তার বলে রজত পাতিদারকে ক্যাচ বানান উইকেটরক্ষক ধোনী।

এক ওভার করেই সরে দাঁড়ান মুস্তাফিজুর। দ্বাদশ ওভারে এসে আবারো জোড়া উইকেট নেন। এবার তার শিকার বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। দুুই ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ধ্বংস্তস্তুপে পরিণত করেছিলেন। কিন্তু সতীর্থরা তাকে সেভাবে সহায়তা দিতে পারেনি। শেষ দুই ওভারে অবশ্য এতটা বিধ্বংসী হতে পারেননি। শেষ দুই ওভারে তার খরচ হয় ২২ রান।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর