শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

আইপিএলের রেকর্ড বুকে মুস্তাফিজুর

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাতে একদিকে যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে তার দল চেন্নাই সুপার কিংস তেমনি এক মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর। আগে ব্যাটিং করে বেঙ্গালুরু ১৭৩ রান করেছিল। জবাবে চেন্নাই ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয়।

চতুর্থ বোলার হিসেবে বল হাতেই এসেই বেঙ্গালুরুকে ব্যাকফুটে ঠেলে দেন মুস্তাফিুজর। এক ওভার বল করে বিরতিতে গেছেন। তার আগেই তুলে নেন জোড়া উইকেট। দ্বাদশ ওভারে আবার বোলিংয়ে আসেন। এবারো প্রথম স্পেলের অনুকরণ। আবার জোড়া উইকেট। শেষ দুই ওভারে তার ওপর দিয়ে একটু ঝড় গেছে সত্যি তবে ৪ ওভারে তার মোট খরচ ২৯ রান। আইপিএলে এটা মুস্তাফিজুর রহমানের সেরা বোলিং ফিগার।

এই চার উইকেট নিয়ে আইপিএলে ৫০ উইকেট শিকারী বোলারের ক্লাবে নাম লেখালেন তিনি। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে তিনি আইপিএলে উইকেট শিকারে হাফ সেঞ্চুরি করেছেন।

২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মুস্তাফিজুর রহমানের। একে একে খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লিতে। সর্বশেষ তার ঠিকানা চেন্নাই সুপার কিংস।

তবে বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছিল না মুস্তাফিজুরের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন। তিন টি-২০ খেলে পেয়েছিলেন দুই উইকেট। কিন্তু আইপিএলে প্রথম ম্যাচে নিজেকে সেই মুস্তাফিজ রূপেই ফিরিয়ে এনেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর