প্রস্তুতি ম্যাচস্পেনকে প্রথমবারের মতো হারালো কলাম্বিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট তারা। তবে প্রস্তুতি ম্যাচ দলটির জন্য বড় ধাক্কা বয়ে এনেছে। শুক্রবার রাতে নিজেদের মাঠে প্রস্তুতি ম্যাচে কলাম্বিয়ার কাছে হেরে গেছে তারা। ১-০ গোলে জয় পেয়েছে কলাম্বিয়া। ড্যানিয়েল মুনোজ করেছেন গোলটি।
স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে এটা কলাম্বিয়ার প্রথম জয়। বিরতি পর্যন্ত ম্যাচ গোলশূন্য ছিল। এ সময়ে উভয় দলের কোচ মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন। কলাম্বিয়ার অনেক পরিবর্তনের মাঝে একটা পরিবর্তন ছিল রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রদ্রিগুয়েজ। ম্যাচের একমাত্র গোলের রূপকার তিনি। তার তৈরি করা সুযোগ দারুণ অ্যাক্রোবটিক ভলিতে মুনোজ প্রতিপক্ষ গোলরক্ষকে পরাভূত করেন।
স্পেনের জন্য এই হার বড় এক আঘাত। গত এক বছরের মধ্যে এটি তাদের প্রথম হার। স্পেন কোচ অবশ্য একাধিক নিয়মিত খেলোয়াড়কে একাদশের বাইরে রেখেছিলেন। শুধু তাই নয়, তিন খেলোয়াড়ের অভিষেক হয়েছে এ ম্যাচে। তবে এ হার নিয়ে বেশি চিন্নিতত নন স্পেন কোচ ডি লা ফুয়েন্তে। তিনি বলেন, আমরা নতুনদের প্রকৃত ম্যাচের অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম। তারা আমাদের ভবিষ্যত খেলোয়াড়।’
অন্যদিকে কলাম্বিয়ার এটা টানা পঞ্চম জয়। একই সঙ্গে অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা তারা আঠারো উন্নীত করেছে।
আগামী ২৬ মার্চ স্পেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।