শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচ

এল সালভাদোরের জালে আর্জেন্টিনার তিন গোল
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিশ্ব ফুটবল অঙ্গন এখন আন্তর্জাতিক ম্যাচে বুদ হয়ে আছে। কোনো দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে আবার কোনো দল প্রীতি ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ খেলছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে শেষের দলে। কোপা আমেরিকার জন্য প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে এল সালভাদরের মুখোমুখি হয়েছে দেশটি। মেসিহীন আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পেয়েছে। ক্রিশ্চিয়ান রোমেরো, এঞ্জো ফার্নান্দেজ ও লো সেলসো গোল করেছেন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে আলোচনা ঝড় বইয়ে গিয়েছিল। অবশ্য ম্যাচ শুরুর কয়েকদিন আগে বিষয়টি পরিস্কার করে দেয় আর্জেন্টিনা কর্তৃপক্ষ। জানায় ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মেসি খেলবেন না। তার অনুপস্থিতি অবশ্য সতীর্থরা টের পেতে দেননি। রোমেরো ১৬ মিনিটে দলকে এগিয়ে নেন। আর বিরতির আগে স্বস্তির মাত্রাটা বাড়িয়ে দেন ফার্নান্দেজ। ৪২ মিনিটে গোলটি করেন তিনি। ৫২মিনিটে আর্জেন্টিনা তৃতীয় গোল পায়।

ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য ছিল। আর্জেন্টিনা প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ছয়টি শট নিয়েছে। এল সালভাদোর প্রথমার্ধে আর্জেন্টিনার পোস্টে কোনো শটই নিতে পারেনি। আর্জেন্টিনা ৭৮.৫ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে। বিপরীতে এল সালভাদোর খেলা নিয়ন্ত্রণ করেছে ২১.৫ ভাগ। বিরতির পর এ চিত্র পাল্টায়নি। বরং বেড়েছে। গোলের সংখ্যা মাত্র একটা বাড়ালেও এ সময়ে আর্জেন্টিনা আধিপত্য আরো বেড়েছিল।

আগামী ২৬ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর