শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সিলেট টেস্টে

৬ উইকেটে ১৩২ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

 খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম দিনে প্রতিপক্ষকে ২৮০ রানে আটকে দিয়ে ৩২ রান করতেই ৩ উইকেট হারিয়েছিল। আজ দ্বিতীয় দিনে পরিস্থিতির যে খুব উন্নতি হয়েছে তা বলা যাবে না। লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়েছে। তবে যোগ হয়েছে শতরান। অর্থাৎ লাঞ্চের আগে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৩২ রান করেছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের তুলনায় ১৪৮ পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাদের সংগ্রহ যথাক্রমে ৪১ ও ২ রান।

আজ দিনের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় ৯ রানে ও তাইজুল ইসলাম বিনা রানে ইনিংস শুরু করেছিলেন। যার ওপর ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখছিল বড় রানের সেই জয় সবাইকে হতাশ করেছেন। মাত্র ৩ রান যোগ করে বিদায় নিয়েছেন। দলের সংগ্রহ তখন মাত্র ৫৩। শাহাদাত হোসেন এসে খুব যে স্বস্তি দিয়েছেন তা নয়। তবে দ্রুত গতিতে কিছু রান যোগ করেছেন। ২৬ বলে ১৮ রান করে ফিরে যান তিনি।

তবে উইকেটরক্ষক লিটন দাসের ব্যাটিং বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে। এ উইকেটে ৪১ রান যোগ হয় বাংলাদেশের ইনিংসে। লাঞ্চ বিরতি ঘোষণা কয়েক বল আগে তিনি আউট হন। লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি। তার আগে করেন ২৫ রান। পরবর্তীতে মিরাজ যোগ দেন তাইজুলের সঙ্গে। বাংলাদেশ কতদূর যাবে তা এখন তাদের ওপরই নির্ভর করছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর