শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই

ঢাকায় পৌঁছেছে ফিলিস্তিন দল
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ফিরতি লেগের খেলায় অংশ নিতে ফিলিস্তিন ফুটবল দল ঢাকায় পৌঁছেছে। আগামী ২৬ মার্চ বসুন্ধরার কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ ও ফিলিস্তিনের এটা ফিরতি লেগের ম্যাচ।

গত ২১ মার্চ কুয়েতে বাংলাদেশ ও ফিলিস্তিন প্রথম লেগের খেলায় মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরে যায়। কুয়েত থেকে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ ঢাকায় পৌঁছায়। আর আজ আসলো ফিলিস্তিন দল।

ভ্রমণজনিত কারণে আজ ফিলিস্তিন দল কোনো অনুশীলন করেনি। ম্যাচের আগের দিন কিংস অ্যারেনায় সফকারী দল অনুশীলন করবে। তবে আগামীকাল অন্য ভেনু্যতে অনুশীলন করবে তারা।

বিশ্বকাপ বাছাই বাংলাদশে নাজুক অবস্থায় রয়েছে। চার দলের গ্রুপে সবার নিচে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সবার উপরে। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিস্তিন। তৃতীয় স্থানে লেবানন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর