শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

বিয়ে করলেন হকি তারকা রেজাউল বাবু

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার রেজাউল করিম বাবু। কনে আতিহা ইবনাহা আঞ্জুমান। বিকেএসপির কনভেনশন হলে জাকজমকপূর্ণভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিকেএসপির সাবেক শিক্ষার্থী এবং গত বছর এশিয়ান গেমস বাছাইপর্বে জাতীয় হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করা রেজাউল করিম বাবু গাজীপুর জেলার কাশিমপুর থানাধানী পানিশাইল এলাকার সন্তান। কনে আশুলিয়া (বিকেএসপি, জিরানী) সাভারের মেয়ে আতিয়া ইবনাহা আঞ্জুমান।

অনুষ্ঠানে উভয় ‘পক্ষের আত্মীয়, বন্ধু-স্বজন, জাতীয় দলের খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত ছিলেন। ১১ নভেম্বর শনিবার তাদের বিবাহোত্তর সংর্বধনার আয়োজন করা হয়েছে।

দীর্ঘ ৫ বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিলেন বাবু-আঞ্জুমান। এক পারিবারিক অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা। সেখান থেকে ভালোলাগা-ভালোবাসার শুরু। প্রথম দেখাতেই আঞ্জুমানের প্রেমে পড়ে যান বাবু। ভালোলাগার কথা গোপন রাখেননি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানানোর পর দুজনের চারহাতকে আজ মিলিয়ে দিলেন তাদের পরিবার।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর