প্রীতি ম্যাচবিষ্ময় বালক এনড্রিকের গোলে ব্রাজিলের জয়

সতের বছর বয়সী বিষ্ময় বালক এনড্রিকের গোলে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। ইংল্যান্ডের ওয়েম্বলিতে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জয় পায়। ফলে জয়ের মাঝ দিয়ে শুরু হলো কোচ দরিভাল জুনিয়রের যাত্রা।
বদলি খেলোয়াড় এনড্রিক ৮০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। আন্দ্রেয়াস পেরারার থ্রু বল ধরে ছুটতে থাকেন ভিনিসিয়াস জুনিয়র। সামনে শুধু গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বল প্লেসিংকরেছিলেন কিন্তু পিকফোর্ডের গায়ে লাগে তা চলে যায় জুনিয়রের পাশাপাশি দৌড়াতে থাকা এনড্রিকের কাছে। সামনে তখন শুধু উম্মুক্ত জাল। বলটা সেখানে পাঠাতে মোটেও ভুল করেননি তিনি।
এই গোল এনড্রিককে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে। ওয়েম্বলিতে খেলা এমনিতেই খেলোয়াড়দের কাছে স্বপ্নের মতো। আর সেই স্বপ্নের ম্যাচে দলের জয়ে গোল তো টিনএজারদের জন্য কল্পনা। সেই কল্পনাকে ১৭ বছর ২৪৬ দিন বয়সে বাস্তবে রূপ দিয়ে সবচেয়ে কম বয়সে ওয়েম্বলিতে গোল করার কীর্তি গড়লেন তিনি।
গোলের অনুভূতি প্রকাশ এনড্রিক বলেন, এটা অসম্ভব এক অনুভূতি। আমি এখনো ঘোরের মধ্যে রয়েছি। আমার ক্যারিয়ারটা মোটে বড় নয়। আমি এখনো শিখছি। কিন্তু এটা দারুণ এক ব্যাপার, আমি অন্তত আনন্দিত।
বিশ্বকাপ বাছাইয়ে সর্বাধিকবার বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ধুঁকছে। এই প্রীতি ম্যাচের আগে তো ইনজুরির থাবা রয়েছে। ফলে পাঁচজন নতুন খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজাতে হয়েছিল কোচ দরিভালকে। তারপরও ব্রাজিল আধিপত্য করেছে। ৩৫ মিনিটে পেয়েছিল ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ। কিন্তু লুকাস পাকুয়েতার শট পোস্টে লাগলে তাদের হতাশ হতে হয়।
ইংল্যান্ডের অবস্থা যে খুব ভালো ছিল তা নয়। ইনজুরির কারণে অধিনায়ক হ্যারি কেনের পাশাপাশি বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছিলেন না। তার প্রভাব ভালোভাবেই পড়েছিল ম্যাচে। তারা ব্রাজিলের গোলরক্ষক বেন্তোকে তেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেনি।
এনড্রিক মাঠে আসার আগ পর্যন্ত ম্যাচ যে গোলশূন্যভাবে শেষ হতে যাচ্ছে তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল না। মাঠে এসেই খেলার চিত্র বদলে দেন। একটা গোলের জায়গায় তার নামের পাশে জোড়া গোল হলেও অবাক হওয়ার ছিল না। কেননা শেষ মুহুর্তে তার একটা চেষ্টা ইংলিশ গোলরক্ষক কোনোমতে পা দিয়ে আটকে দেন।
এনড্রিক যে এমন আলো ছড়াবেন তা আগেই বুঝতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। তাইতো কেউ তাকে বন্দী করার আগেই স্প্যানিশ ক্লাবটি তাকে নিজেদের করে নিয়েছে। ২০২২ সালের শেষের দিকে তার সঙ্গে চুক্তি করে রিয়াল মাদ্রিদ। এ বছরের জুলাইতে তিনি রিয়ালে যোগ দেবেন।
আগামী মঙ্গলবার ব্রাজিল আর এক প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। একই দিন ইংল্যান্ড খেলবে বেলজিয়ামের বিপক্ষে।