শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচ

জার্মান ইতিহাসে দ্রুততম গোল, হার ফ্রান্সের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

মাথা নিচু করে মাঠ ছাড়া জার্মানির যেন অভ্যাসে পরিণত হয়েছে। গত বছর ১১ ম্যাচের ছয় ম্যাচে হেরেছে তারা। দুই ম্যাচে ড্র, আর মাত্র তিন ম্যাচে জয়। সর্বশেষ তিন ম্যাচের দুটোতে হার। ফলে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে কি ঘটতে পারে তা নিয়ে কারো সংশয় ছিল না। কিন্তু শনিবার রাতে তারা থমকে দিয়েছে ফুটবল ভক্তদের। বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে জার্মানি।

শুধু জয় নয়, একটা রেকর্ডও গড়েছে জার্মানির ফ্লোরিয়ান উইর্টজ। মাত্র সাত সেকেন্ডে গোল করে জার্মানির দ্রুততম গোলদাতা হয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে নিজেদরে মাঠে ফ্রান্সকে এক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল জার্মানি। এবার জয় পেল ২-০ গোলে। ফলে টানা দুই ম্যাচে বিশ্বকাপের রানার্স আপ দলকে হারালো জার্মানি।

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমানের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। বছরের প্রথম ম্যাচটা জয়ে শুরু করতে তিনি মরিয়া ছিলেন। কিন্তু এমন একটা সূচনা পেয়ে যাবেন তা হয়তো কল্পনাও করেননি। খেলা শুরুর বাঁশি বাজতে না বাজতেই গোলের বাঁশি বাজান রেফারি। তিন বছর পর অবসর থেকে ফেরা টনি ক্রুসের কাছ বল পেয়ে দূর পাল্লার শটে ফ্রান্সের গোলরক্ষককে হতবাক করে দেন ফ্লোরিয়ান উইর্টজ। ম্যাচের বয়স তখন মাত্র সাত সেকেন্ড। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল।

শুরুতেই পিছিয়ে পড়লেও ধীরে ধীরে স্বাগতিক দল ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২৬ মিনিটে তারা ম্যাচেও ফিরতে পারতো। কিন্তু কিলিয়ান এমবাপ্পের চেষ্টাটা রুখে দেন মার্ক আন্দ্রে টার স্টেগান। ওসমানে দেম্বেলে ও আন্দ্রিয়েন র্যাবিয়ট সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন কিন্তু তারাও সুযোগ কাজে লাগাতে পারেননি। বরং বিরতির পরপরই জার্মানি ব্যবধান দ্বিগুন করে। এবারের গোলটি করেন কাই হাভার্টজ।

আগামী মঙ্গলবার জার্মানি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। একই দিন ফ্রান্স মোকাবেলা করবে চিলিকে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর