রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

দ্বিতীয় ওয়ানডে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টসে জয় পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জয়ের পর এবার তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায়। ফলে সিরিজে ফিরতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ ছিল। একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে স্বল্প রানে বেঁধে ফেলার এক সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ ওভারের এক ঝড়ে অস্ট্রেলিয়া দুইশ’র বেশি রান জড়ো করে ফেলে। পরিচিত পরিবেশ হলেও সেই রান টপকাতে পারেননি বাংলাদেশ। আজ আগে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে চান অধিনায়ক জ্যোতি। তারপর বোলারদের সামর্থ্যে ভর করে সাফল্যের হাসি হাসতে চান তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর