এমএলএসমেসিহীন মায়ামি বিধ্বস্ত

ইনজুরির কারে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। একই কারণে মেজর সকাল লিগে শনিবারের ম্যাচে খেলা হয়নি তার। মেসিহীন ইন্টার মায়ামি নিউ ইয়র্ক রেড বুলসের কাছে বিধস্ত হয়েছে। নিউ জার্সির হ্যারিসনে অনুষ্ঠিত ম্যাচে মায়ামি ০-৪ গোলে হেরেছে। মায়ামির সাবেক খেলোয়াড় লুইস মরগ্যান হ্যাটট্রিক করেছেন। অন্য গোলটি করেন ইউকেলমান কারমোনা।
ম্যাচের বাঁশি বাজতেই না বাজতেই গোলের দেখা পান মরগ্যান। তৃতীয় মিনিটে প্রথম গোল করেন তিনি। অন্য দুই গোল করেছেন ৫১ ও ৭০ মিনিটে। সব মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন মরগ্যান। মেজর সকার লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৫ মার্চ। মেজর সকার লিগে এবারের মৌসুমে এটি তৃতীয় এবং সব মিলিয়ে ১৯তম হ্যাটট্রিক।
ইনজুরির কারণে এ ম্যাচে মেসি ছিলেন না। এ নিয়ে টানা তিন ম্যাচে খেলতে পারলেন না তিনি। মেসির পাশাপাশি এ ম্যাচে ছিলেন না মায়ামির নিয়মতি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত তিনি। তার পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ানো সান্তোস মোটেও আস্থার প্রতীক হতে পারেননি।