সিলেট টেস্টসেই ধনঞ্জয়া ও কামিন্দুর ব্যাটিংয়ে হতাশায় বাংলাদেশ

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নেওয়ায় একটা স্বস্তির বাতাস বইয়ে ছিল। কিন্তু তৃতীয় দিনের প্রথম সেশন শেষে সেই স্বস্তি একটু একটু করে বাতাসে মিইয়ে গেছে। এখন শুধু হতাশা আর হতাশা। এই হতাশার কারণ শ্রীলঙ্কার দুই ব্যাটার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। এই দুই ব্যাটার বাংলাদেশের সামনে অসম্ভব এক লক্ষ্য দাঁড় মিশন বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই মধ্যে তারা দলকে ৩২৫ রানে এগিয়ে নিয়েছেন। প্রথম ইনিংসে ২৮০ রান করার পর দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৩৩ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে রান ছিল ১৮৮।
ধনঞ্জয়া ৮৫ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন। তার সঙ্গে থাকা কামিন্দুর সংগ্রহ ৫০ রান। মূলত দুই এই ব্যাটার প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের মুখের হাসি কেড়ে নিয়েছিল। শ্রীলঙ্কা দল যখন একের পর এক উইকেট হারিয়ে ধ্বংসস্তুপ পরিণত হয়েছিল তখন তারাই রুখে দাঁড়িয়েছিলেন। তারাই দলকে ধ্বংসস্তুপ থেকে তুলে এনেছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
১২৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এই দুই ব্যাটার এরই মধ্যে ১০৭ রানের জুটি গড়েছেন। ধনঞ্জয়া আবার সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। তাকে অনুসরণ করে চলেছেন কামিন্দু। ৫০ রান করেছেন তিনি। খেলেছেন মাত্র ৬৯ বল। আর ধনঞ্জয়া তারা ৮৫ রান করতে ১২৯ বলের মোকাবেলা করেছেন।
প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে বিশ্ব ফার্নান্ডোর উইকেট। এই নাইটওয়াচ ম্যান আগের দিন ২ রানে অপরাজিত ছিলেন। আর আরো দুই রান করে বিদায় নিয়েছেন। খালেদ আহমেদের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন তিনি।