কোপা আমেরিকায় শেষ দুই দল কানাডা ও কোস্টারিকা

আসন্ন কোপা আমেরিকার চূড়ান্ত সূচী আগেই প্রকাশ হয়েছে। ২০ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৬টি দেশ অংশ নেবে। কিন্তু কয়েকদিন আগে চূড়ান্ত হওয়া ১৪টি দল সূচী ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেল বাকি দুই দেশের নাম। এ দুই দেশ হলো কানাডা এবং কোস্টারিকা।
কানাডা ‘এ’ গ্রুপে খেলবে। তাদের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা, চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল, কলাম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে ‘বি’ গ্রুপে যোগ দেবে কোস্টারিকা।
শনিবার টেক্সাসে অনুষ্ঠিত কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কানাডা কোপা আমেরিকা কাপে খেলার চূড়ান্ত ছাড়পত্র পায়। তারা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে। ২০ জুন এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২৫ জুন তাদের প্রতিপক্ষ পেরু। ২৯ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির মুখোমুখি হবে।
একই রাতে অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকা ৩-১ গোলে হন্ডুরাসকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে। ২৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের কোপা আমেরিকা মিশন শুরু হবে। ২৮ জুন তাদের প্রতিপক্ষ কলাম্বিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা প্যারাগুয়ের মুখোমুখি হবে। এ ম্যাচটি মাঠে গড়াবে ২ জুলাই।