দ্রুততম গোলের কীর্তি বাউমগার্টনারের

অষ্ট্রিয়ার ফুটবল ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করার কৃতিত্ব গড়লেন ক্রিস্টোফ বাউমগার্টনার। শনিবার এক প্রীতি ম্যাচে তিনি স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ষষ্ঠ সেকেন্ডে গোলটি করেন। অষ্ট্রিয়ার ফুটবল কর্তৃপক্ষ দাবি করেছেন, আন্তর্জাতিক ফুটবলে এটি দ্রুততম সময়ের গোল।
২৪ বছর বয়সী বাউমগার্টনার খেলা শুরুর বাঁশি বাজতেই সেন্টার থেকে বল নিয়ে দ্রুত গতিতে স্লোভাকিয়ার পোস্টের দিকে এগিয়ে যান। পথে তাকে তিন স্লোভাকিয়ান ডিফেন্ডার বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। স্লোভাকিয়ার বিপদ সীমানার বাইরে থেকে নিচু কিন্তু জোরালো শটে গোলরক্ষককে পরাভূত করেন তিনি। সঙ্গে সঙ্গে স্লোভাকিয়ার সমর্থকরা বিষ্ময়ে হতবাক হয়ে যান। আর বাউমগার্টনারকে তার সতীর্থরা ঘিরে উৎসবে মেতে ওঠেন।
ম্যাচ শেষে বাউমগার্টনার বলেন, আমি আগেও এ ধরণের কাজ করার চেষ্টা করেছি। কিক অফ পরই বল নিয়ে ছুটে গেছি। যেভাবে হোক আজকে পরিকল্পনা সফল হয়েছে।’
২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে জার্মানির লুকাস পোডোলস্কি সাত সেকেন্ডে গোল করেছিলেন। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিনি গোলটি করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব ফুটবলে এর থেকেও কম সময়ে গোলের একাধিক উদাহরণ রয়েছে।