মেসির ইনজুরি দলের জন্য ভালো হয়েছে: ডি মারিয়া

ইনজুরির কারণে জাতীয় দল থেকে দূরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত ২২ মার্চ অনুষ্ঠিত এল সালভাদরের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। আগামীকাল ২৬ মার্চ অনুষ্ঠিতব্য কোস্টারিকার ম্যাচেও তিনি থাকবেন না। এই দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া। মেসির এই ইনজুরিকে ডি মারিয়া দলের জন্য ‘শুভ সংবাদ’ মনে করছেন।
ডি মারিয়া তার ব্যাখ্যায় বলেন, ‘মেসিকে আমরা সবসময় মিস করি। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। তার সঙ্গে খেলা এবং অনুশীলন করা সেরা কাজগুলোর একটা। এই সময়ে সে ইনজুরিতে পড়েছে তা অনেকটা বিব্রতকর। তবে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তার ইনজুরিটা আমাদের জন্য ভালো হয়েছে। ইনজুরির কারণে সে প্রীতি ম্যাচে খেলতে পারেনি। আশা করছি কোপা আমেরিকায় তাকে পাব। কোপার সময় সে ফিট থাকবে। এটাই দলের জন্য ভালো।
আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে। এরই মধ্যে মেসি পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন ইন্টার মায়ামিতে খেলা মেসি। কোপার উদ্বোধনী দিনেই মেসিকে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা- এমন প্রত্যাশা ডি মারিয়ার।
ইনজুরির কারণে মেসি ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে মাঠে নামতে পারেননি। মায়ামি কোচ তার ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করে যাচ্ছে। যে সময়ে কাপের খেলা থাকছে সে সময়ে লিগের ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছেন কোচ টাটা মার্টিনো।