শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সিলেট টেস্ট

দিনের শুরুতেই তাইজুল আউট
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ২৫ মার্চ, ২০২৪

সিলেট টেস্টের প্রথম ইনিংসে রুখে দাঁড়িয়েছিলেন তাইজুল ইসলাম। খুব বেশি কিছু করতে পারেননি, তবে অন্যদের ব্যর্থতার মাঝে তার ইনিংসটাই ছিল ভদ্রস্থ। প্রথম ইনিংসের ধারাবাহিকতা তিনি দ্বিতীয় ইনিংসে ধরে রাখতে পারলেন না। অন্যদের সঙ্গে ব্যর্থতার তালিকায় যোগ দিয়েছেন তাইজুল। দিনের শুরুতেই আউট হয়েছেন আগের দিন ৬ রানে অপরাজিত থাকা এ ব্যাটার। ফলে ৫১ রানে বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারিয়েছে।

বাংলাদেশের সামনে ৫১১ রানের জয়ের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪৭ রান। তাইজুল ৬ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গী মমিনুল হক ৭ রানে অপরাজিত। আজ দিনের শুরুতে রাজিথার বলে তাইজুল এলবিডব্লিউ এর শিকার হন। কোনো রানই যোগ করতে পারেননি।

ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৮০ রান করেছিল। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ১৮৮ রান। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে করে ৪১৮ রান। সেই দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস আবারও সেঞ্চুরি করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর