শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই

ফিলিস্তিনের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ফিলিস্তিন। বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

আজকের এই ম্যাচটি ঘিরে অন্যরকম এক আবহ তৈরি হয়েছে। আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। অন্যদিকে ফিলিস্তিন তাদের স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে। আজ বাংলাদেশের সমর্থকদের জন্যও এক অন্য অনুভূতির দিন। কেননা তারা দুই দলকেই সমর্থন দিচ্ছে। মাঠের খেলায় স্বাভাবিকভাবে বাংলাদেশকে সমর্থন দেবে তারা। কিন্তু খেলার ৯০ মিনিট সময়ের বাইরের সময়টুকু তারা ফিলিস্তিনের সঙ্গে থাকছে।

বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচটি টি স্পোর্টসের অ্যাপের মাধ্যমে দর্শকরা দেখলে তা থেকে অর্জিত অর্থ ফিলিস্তিনিদের দেওয়া হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের কোচ বলেন, ‘এটা দারুণ ব্যাপার। টি-স্পোর্টসকে ধন্যবাদ। ফিলিস্তিনি জনগণের জন্য এটা দারুণ সহায়তা। আমরা এ ধরণের ঘটনাকে স্বাগত জানাই।’

মাঠের লড়াইটা বাংলাদেশের জন্য বেশ কঠিন। কেননা কুয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের লড়াইটা বাংলাদেশকে তিক্ত স্মৃতি উপহার দিয়েছে। ০-৫ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। তবে সে সব স্মৃতি পেছনে ফেলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

চার দলের গ্রুপে বাংলাদেশ রয়েছে সবার নিচে। তিন ম্যাচ থেকে অর্জিত পয়েন্ট মাত্র ১। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা লেবাননের পয়েন্ট ২। দ্বিতীয় স্থানে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ একটা সুযোগ রয়েছে ফিলিস্তিনের সামনে। সেই সুযোগটা পেতে পারে বাংলাদেশও। তবে সে জন্য আজকের ম্যাচে তাদের জয় পেতেই হবে।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর