শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের একাদশে দুই পরিবর্তন

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ আজ ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে। বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকাল ৩.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। পাঁচদিন আগে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলা দলে দুই পরিবর্তন এনে এ ম্যাচের দল সাজিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে একাদশে নেওয়া হয়েছে। তার অন্তর্ভূক্তিতে বিশ্বনাথ তার ফুলব্যাক পজিশনে ফিরে যাচ্ছেন। মাঝমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানে এসেছেন একাদশে।

আগের ম্যাচের মতো আক্রমণের নেতৃত্বে থাকবেন রাকিব ও ফাহিম। গোলের জন্য তাদের বলের যোগানদাতা হিসেবে থাকবেন মজিবুর রহমান জনি।

আগের ম্যাচে ৫ গোল হজম করলেও দুর্দান্ত খেলেছিলেন গোলরক্ষক মিতুল মারমা। স্বাভাবিকভাবে গোলবারে তার ওপর আস্থা রাখছেন কোচ।

চার দলের গ্রুপে বাংলাদেশ রয়েছে সবার নিচে। তিন ম্যাচ থেকে অর্জিত পয়েন্ট মাত্র ১। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা লেবাননের পয়েন্ট ২।

দ্বিতীয় স্থানে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ একটা সুযোগ রয়েছে ফিলিস্তিনের সামনে। সেই সুযোগটা পেতে পারে বাংলাদেশও। তবে সে জন্য আজকের ম্যাচে তাদের জয় পেতেই হবে।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর