নারী ওয়ানডে সিরিজহোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন লড়াই হোয়াইট ওয়াশ এড়ানোর। সে লক্ষ্যে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ সকাল সাড়ে নয়টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটে দেখিয়ে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের ব্যাটাররা চরমভাবে সফরকারী বোলারদের জবাব দিতে ব্যর্থ হয়েছে। পরিচিত পরিবেশ থেকে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল বাংলাদেশের মেয়েরা সে সুবিধা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসলেও বিরুদ্ধ পরিবেশে তাদের খেলতে কোনো সমস্যা হয়নি। ব্যাট-বলে দারুণ সাফল্য দেখেয়ি তারা আগেভাবে সিরিজ জয় নিশ্চিত করেছে।
সিরিজ হারানোর পর এখন বাংলাদেশের সামনে হোয়াইট ওয়াশ হওয়ার সেই শঙ্কা। সে সব নিয়ে অবশ্য চিন্তা করছেন না নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। বরং তার প্রত্যাশা উন্নতি। তিনি বলেন, এই সিরিজ আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। সামনে টি-২০ সিরিজ রয়েছে। আমাদের চাওয়া প্রতিটা ম্যাচেই যেন বাংলাদেশ কিছু উন্নতি করতে পারে। অস্ট্রেলিয়া শক্তিশালী দল, তবে তাদের বিপক্ষে জয়ের পরিকল্পনা আমাদের আছে। সে সঙ্গে প্রতি ম্যাচে উন্নতি করতে পারি এটাই এখন চাওয়া।