শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

আইপিএল

দুই উইকেট মুস্তাফিজুরের, জয় চেন্নাইয়ের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আইপিএলে এবারের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আগুন ঝরাতে পারেনি, তবে কম যাননি। দুই উইকেট নিয়ে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানে জয় পেয়েছে তার দল চেন্নাই। আগে ব্যাট করে চেন্নাই ৬ উইকেটে ২০৬ রান করেছিল। জবাবে গুজরাট টাইটান্স ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সমর্থ হয়।

চেন্নাইয়ের ব্যাটাররা এদিন অসাধারণ ব্যাটিং করেছেন। বিশেষ করে দুই ওপেনার। রুতুরাজ গায়কোয়াড় এবং রাচিন রাভিন্দ্র গুজরাটের বোলারদের ওপর শুরু থেকেই স্টিম রোলার চালিয়েছেন। বিশেষ করে রাচিন রাভিন্দ্র। রুতুরাজ গায়কোয়াড় ৩৬ বলে ৪৬ রান করলেও রাচিন রাভিন্দ্র সমান ৪৬ রান করতে খেলেছেন মাত্র ২০ বল।

ওপেনারদের চমৎকার সূচনার পর শিভাম দুবের ৫১ ও ড্যারির মিচেলের ২৪ রান চেন্নাইকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

জবাবে গুজরাটের শুরুটা যেমন ভালো ছিল না তেমনিট শেষটাও। আগের ম্যাচে দারুণ বোলিং করায় এ ম্যাচে মুস্তাফিজুরকে ঘিরে ছিল অনেক অনেক প্রত্যাশা। তাই তো আগের ম্যাচে চতুর্থ বোলার হিসেবে বল হাতে পেলেও এবার পেয়েছিলেন শুরুতেই। তবে শুরুটা ছিল অস্বস্তিদায়ক। দুটো বাউন্ডারি খেয়েছিলেন। প্রথম ওভারেই ১০ রান দেওয়াতে অধিনায়ক তাকে সরিয়ে নিয়েছিলেন। পরে এসে ৩ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর