হ্যানয় গ্র্যান্ড মাস্টার দাবায় ফাহাদের জয়

ভিয়েতনামের হ্যানয় শহরে গতকাল মঙ্গলবার হতে শুরু হয়েছে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা প্রতিযোগিতা। গতকাল প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন।
প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সাথে ড্র করেন। বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রহমান ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার দাও মিন নহাতকে হারান। বাংলাদেশ, চেক রিপাবলিক, ভারত, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টারসহ মোট ১০ খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আজ (বুধবার) ততীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার ভায এথানের সাথে খেলবেন।