শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

শুরুতেই বিপর্যয়ে টাইগ্রেসরা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে টস জিতলেও এ ম্যাচে টসে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। টস জয়ী অস্ট্রেলিয়া দল বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে। সকাল সাড়ে নয়টায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। শুরু হতে না হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক দল। ৪ ওভার শেষে ৯ রানে দুই উইকেট হারিয়েছে টাইগ্রেসরা।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ আগেই সিরিজ হারিয়েছে। হোয়াইট ওয়াশ এড়াতে এ ম্যাচের জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

সিরিজের আগের দুই ম্যাচে বোলাররা কিছুটা সাফল্যের দেখা পেলেও ব্যাটারদের বেশির ভাগই ছিলেন ব্যর্থতার তালিকায়। আজ এই ব্যর্থতা থেকে বের হয়ে না আসতে না পারলে তাদের আরো একটা হারের বোঝা বইতে হবে। ব্যাটাররা এতটাই ব্যর্থ হয়েছে একটা ম্যাচেও তারা দলীয়ভাবে তিন অঙ্কের রান ছুঁতে পারেনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর