প্রীতি ম্যাচ৩-১ গোলে এগিয়ে আর্জেন্টিনা

কোস্টারিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দ্রুত খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেন। একের পর এক গোল করে তারা ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ গোল তিনটি করেন। এর আগে প্রথমাধের ৩৪ মিনিটে গোল হজম করা পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি আগেই এ ম্যাচে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন। সে অনুসারে দলে একাধিক পরিবর্তন আনেন। গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজকে একাদশের বাইরে রাখা হয়েছে। ফলে অভিষেক হয়েছে ওয়াল্টার বেনিতেজের।
রক্ষণভাগেও দুই পরিবর্তন এনেছেন স্ক্যালোনি। পরিবর্তন রয়েছে মাঝমাঠ ও আক্রমণভাগেও। এমনিতেই অধিনায়ক লিনওনেল মেসি নেই। এবার ডি পল ও পারাদেসকে বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গার্নাচোকে। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন গার্নাচো। দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন তিনি।
আক্রমণভাগে লাউতারো মার্টিনেজও একাদশের বাইরে। তার পরিবর্তে খেলছেন হুলিয়ান আলভারেজ।