শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

হোয়াইট ওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

সিরিজ হার এড়ানোর সুযোগ ছিল না। সুযোগ ছিল হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পাওয়া। কিন্তু তাও হয়নি। শেষ ম্যাচে আরো নাজুকভাবে বাংলাদেশকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে সফরকারী অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা।

অস্ট্রেলিয়া বোলারদের বিধ্বংসী তাণ্ডবে মাত্র ৮৯ রানে অল আউট হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। ১৮.৩ ওভারেই এই রান টপকে যায় অস্ট্রেলিয়া।

সকালে টস হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট হাতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের সাত ব্যাটারই দুই অঙ্কের রানের দেখা পায়নি।দলের সর্বোচ্চ রান ২০ এসেছে অতিরিক্ত খাত থেকে।

লজ্জার রেকর্ড গড়েছেন নাহিদা আক্তার। ক্যারিয়ারে নবম বারের মতো বিনা রানে আউট হয়েছেন। শূন্য রানে আউট হওয়ার তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন তিনি সবার উপরে। এর আগে এই কীর্তি ছিল ফারজানা হকের। তিনি আটবার শূন্য রানে আউট হয়েছিলেন।

লক্ষ্যমাত্রা স্বল্প রানের। তাইতো শুরু থেকেই অস্ট্রেলিয়া বাংলােদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তাইতো ৩১.৩ ওভার আগেই লক্ষ্য পৌঁছে যায় তার। অ্যালিসা হিলি ৩৩, ফোবে লিচফিল্ড ১২, ইলিসা পেরি অপরাজিত ২৭ ও বেথ মুনি অপরাজিত ২১ রান করেন।

দুই দল মিলে ১৮২ রান করেছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে এটাই সর্বনিম্ন রান।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর