শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

আইপিএল

রেকর্ড ওলোট পালোট করা এক ম্যাচ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে অসম্ভব সব ঘটনা ঘটেছে। রেকর্ড রান করে ৩১ রানে জয় পেয়েছে সানরাইজার্স। যদিও মৌসুমে প্রথম জয় এটি তাদের তাতে রেকর্ড বইয়ে ব্যাপক উলোটপালোট করে দিয়েছে দলটি। ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান করে মুম্বাইকে ৫ উইকেটে ২৪৬ রানে আটকে দিয়েছিল তারা।

দুই দল মিলে ৫২৩ রান করেছে। যে কোনো ধরণের টি-২০ ক্রিকেটে এটা রেকর্ড। এর আগে সর্বোচ্চ রানের ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার একটি ম্যাচ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে হয়েছিল এ ম্যাচটি। ম্যাচের মোট রান ছিল ৫১৭।

ম্যাচে মোট ৩৮টি ওভার বাউন্ডারি দেখা গেছে। এটি রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির মারার ঘটনা ঘটেছিল ২০১৮ ও ২০১৯ সালে। ২০১৮ সালে আফগানিস্তানের প্রিমিয়ার লিগে ও ২০১৯ সালে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের এক ম্যাচে ৩৭টি ওভার বাউন্ডারি মারার ঘটনা ঘটেছিল।

সানরাইজার্স হায়দ্রাবাদের মোট রান ২৭৭ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ দলীয় রান ছিল ৫ উইকেটে ২৬৩। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে এই রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষদের টি-২০ ক্রিকেট সর্বোচ্চ দলীয় ইনিংসের মালিক নেপাল। গত বছর এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩১৪ রান করেছিল। এরপর রয়েছে আফগানিস্তানের ২৭৮ রান। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রান করেছিল তারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর