অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। এখন অপেক্ষা টি-২০ সিরিজ। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে দল ঘোষণা করেছে।
ওয়ানডে সিরিজের মতো টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৪ এপ্রিল। নির্ধারিত দিনে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচগুলো।
ওয়ানডে থাকা দলে বেশ কিছু পরিবর্তন এনে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সর্বশেষ ওয়ানডেতে দলে থাকা নিশিতা আক্তার, ফারজানা হক পিংকি ও দিশা বিশ্বাস এই সিরিজের দলে জায়গা পাননি। তাদের পরিবর্তে দলে এসেছেন ফারিহা ইসলাম তষ্ণা, শরিফা খাতুন ও দিলার আক্তার দোলা।
টি-টোয়েন্টি স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।
স্ট্যান্ড বাই- লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।