মেসিকে কেন্দ্র করে টিকিট বিক্রির ধুম

লিওনেল মেসির কল্যাণে মেজর সকার লিগ (এমএলএস) আরো এক রেকর্ড গড়তে যাচ্ছে। আগামী মাসে জিলেট স্টেডিয়ামে ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভু্যলুশন। এ ম্যাচকে ঘিরে দর্শক উপস্থিতির রেকর্ড হতে যাচ্ছে। বুধবার নিউ ইংল্যান্ড এ তথ্য জানিয়েছে।
নিউ ইংল্যান্ড ক্লাবের খেলায় এ পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছিল ২০০২ সালের এমএলএস কাপে। সে সময় লা গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে ৬১,৩১৬ দর্শক খেলা দেখেছিল। ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য এ ম্যাচ ঘিরে এরই মধ্যে ৬০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। বিক্রির জন্য পাঁচ হাজারের কম টিকিট এখন রয়েছে।
দর্শকরা ব্যাপকহারে টিকিট কিনলেও মেসির খেলা দেখতে পাবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা তাদের থাকছেই। ইনজুরির কারণে বর্তমানে মেসি মাঠের বাইরে রয়েছেন। শুধু তাই নয়, এই ইনজুরির কারণে আটবারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ক জাতীয় দলের হয়েও মাঠে নামেননি। গত সপ্তাহে আর্জেন্টিনার খেলা দুই প্রস্তুতি ম্যাচে তিনি দলের বাইরে ছিলেন।
তবে এ ম্যাচে মেসির মাঠেন নামার ব্যাপারে আশাবাদী ইন্টার মায়ামির কোচে টাটা মার্টিনো। তিনি বলেন, মেসির ইনজুরির অবস্থা প্রতি সপ্তাহে পরীক্ষা করা হচ্ছে।